খাগড়াছড়িতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:৩২

খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের মাস্টার পাড়া মুখে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সমর্থকরা কদমতলীস্থ জেলা আওয়ামী লীগের অস্থায় কার্যালয় থেকে শ্রমীক লীগ নেতা বেলাল হোসেনের ওপর প্রতিপক্ষের হামলার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মাস্টারপাড়ার মুখে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে সোমবার সন্ধ্যায় জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় শ্রমিক লীগ নেতা বলাল হোসেন (৩৫) গুরুতর আহত হন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :