সিরাজদিখানে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যু

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ১৬:৩৪
ফাইল ছবি

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা জনসেবা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার শ্রীনগর উপজেলার কেয়টখালী গ্রামের লাবনী আক্তারের সন্তান জন্মদানের তারিখ ছিল। প্রসবব্যথা উঠলে তাকে সন্ধ্যা ৭টার দিকে নিমতলা হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে তিনি সন্তান প্রসব করেন। এ সময় গর্ভেই সন্তানের মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তাররা।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপতালে আসলে হাসপতাল কর্তৃপক্ষের সাথে তর্ক-বিতর্ক শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। পরে এলাকাবাসী হাসপাতাল কর্তৃপক্ষকে ৬৫ হাজার টাকায় মীমাংসা করে।

হাসপাতাল মালিক জাহিদ বলেন, বাচ্চা তার গর্ভেই মারা গেছে। ৬৫ হাজার টাকার কথা জানতে চাইলে বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এটা মীমাংসা করেছেন।

সিরাজদিখান থানার এসআই হারুন বলেন, আমাদের কাছে কোন অভিযোগ দেয়নি। দুই পক্ষই সামাজিকভাবে মিটমাট করেছে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন বলেন, বাচ্চাটি জরায়ুতেই মৃত ছিল যেহেতু একটি পক্ষের সন্দেহ ছিল সেই ক্ষেত্রে ময়নাতদন্ত করা উচিত ছিল।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :