সিনিয়র সচিব শহিদুলের মেয়াদ ‍বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ১৯:০৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের চুক্তির মেয়াদ দুইবছর বাড়ানো হয়েছে।

আগের চুক্তির ধারাবাহিকতায় শহিদুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ১৪ নভেম্বর বা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর বাড়িয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত অপরিবর্তিত রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘সরকারের সিনিয়র সচিব হিসেবে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৮২ হাজার টাকা স্কেলে চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ শহিদুল হকের চুক্তির ধারাবাহিকতায় তার চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়ে তাকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পদায়ন করা হল।’

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :