বদলে যাচ্ছে সুনীলের পৈত্রিক গ্রাম

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ২০:০৬

ঢাকাটাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বদলে যাচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক গ্রাম মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া। প্রশাসন নিয়েছে নানা উদ্যোগ। এতে সুনীলের স্মৃতি ধরে রাখার জন্যে জন্মভিটায় তৈরি করা হবে লাইব্রেরিসহ সুনীল মেলা।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যয়ের পৈত্রিক নিবাসের বেহাল দশা নিয়ে। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসন সুনীলের স্মৃতিজড়িত গ্রামে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণের উদ্যোগ গ্রহণ করেন।

মঙ্গলবার বিকালে সুনীলের পৈত্রিক ভিটা পরিদর্শনে আসেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোর ও ঢাকাটাইমসের জেলা প্রতিনিধি সাগর হোসেন তামিম, নিউজটুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বেলাল রিজভী, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি রিপনচন্দ্র মল্লিক।

এছাড়াও ছিলেন- কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, বাদশা হাওলাদার, রফিকুল ইসলাম ও স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় মাদারীপুর জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম ঘোষণা দেন শিগগির সুনীলের বাড়ির কাছে কাঁচা সড়কটি পাকা করা হবে। এছাড়াও সুনীলের বাড়িতে বিদ্যুৎসংযোগেরও ঘোষণা দেন তিনি। আগামীতে গড়ে তোলা হবে সুনীল জাদুঘর। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সুনীল সাহিত্য পুরস্কার আবার চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম বলেন, আমরা জেনেছি- সুনীলের নামে একটি মেলা হতো। সেই মেলাটি আগামী বছর শুরু করা হবে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :