রুশ বিপ্লবের শতবর্ষ পূর্তিতে জগন্নাথে উন্মুক্ত আলোচনা

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ২০:২০

‘সমাজতন্ত্র আজও কেন প্রাসঙ্গিক’ স্লোগানকে সামনে রেখে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ পূর্তিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সিত্তুল মুনা হাসান বলেন, ‘সমাজতন্ত্র বিশ্বের বুকে বিরাট এক বিজয়গাথা নিয়ে এসেছিল। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন লেনিনের নেতৃত্বে প্রথমে ও পরে স্ট্যালিনের নেতৃত্বে পুরো পুঁজিবাদী বিশ্বকে দেখিয়ে দিয়েছিল কীভাবে সমাজের বেকারত্ব দূর হয়, একটি অনুন্নত-কুসংস্কারাচ্ছন্ন দেশ কীভাবে শিক্ষা, সংস্কৃতিতে, স্বাস্থ্যে-চিকিৎসায়, শিল্পে-সাহিত্যে, ক্রীড়ায়, বিজ্ঞানে এগিয়ে যায়। যেটা বিশ্বের কোনো পুঁজিবাদী দেশ যারা উন্নয়ন ও গণতন্ত্রের কথা বলে তারাও করতে পারেনি। সেটা সোভিয়েত ইউনিয়ন বিপ্লবের পর বিশ বছরের মধ্যে করে দেখিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘সমাজতন্ত্রের পতন হয়নি, পতন হয়েছে সংশোধনবাদের। আজ সোভিয়েত ইউনিয়ন নেই। তাই পুঁজিবাদের মোড়লেরা পুরো বিশ্বকে একটি যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে। যুদ্ধ লাগিয়ে নিজেদের টিকিয়ে রাখছে। কোনো পুঁজিবাদী দেশ আজ আর জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারছে না। এরা পুরা বিশ্বের মানুষকে শরণার্থীতে পরিণত করেছে। পুঁজিবাদের কাছে মানুষের মূল্য নেই। তাদের কাছে মুনাফাই প্রধান। পুঁজিবাদে মানুষ পরাধীন, একমাত্র পুঁজিই স্বাধীন। যে পুঁজিবাদ একসময় সমাজতন্ত্রকে মোকাবেলা করার জন্য ওয়েল ফেয়ার দেশের ধারণা নিয়ে এসেছিল সেখানেও মানুষ তার অধিকারের জন্য রাস্তায় নামছে। এসব দেশ আর টিকে থাকতে পারছে না। এই শোষণ থেকে মুক্তি একমাত্র সমাজতন্ত্রই দিতে পারে, এর কোনো বিকল্প পথ নেই।’

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেরাব আজাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তিথি চক্রবর্তীর পরিচালনায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক কিশোর কুমার সরকার, অর্থ সম্পাদক প্রসেনজিৎ সরকার, সদস্য মোজাম্মেল হক বাবলু।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/আইএইচ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

এই বিভাগের সব খবর

শিরোনাম :