শ্রীপুরে বানরের খাবার জোগানে সরকারি সহায়তা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ২০:৪৭

গাজীপুরের শ্রীপুরের বরমী বাজারে বানরের খাদ্য সংকট মোকাবেলায় অবশেষে সরকারি সহায়তার মাধ্যমে খাবার কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বরমী বাজারে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল উদ্দিন, বরমী ইউপি চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার প্রমুখ।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার বলেন, জীববৈচিত্র্যে রক্ষায় বন্যপ্রাণীর অভয়ারণ্য তৈরির লক্ষ্যে সরকারিভাবে প্রাথমিক অবস্থায় বানরের খাবার সংকট মোকাবেলায় পাঁচ টন জিআর (খয়রাতি সহায়তা) উপজেলা প্রশাসন থেকে বরাদ্দ দেয়া হয়েছে। যা থেকে সপ্তাহে দুই দিন বরমী বাজারের তিনটি স্পটে বানরের খাবার সরবরাহ করা হবে।

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক বাদল সরকার বলেন, বানরের বংশবৃদ্ধি ও খাবারের যোগান মেটাতে প্রায় এক হাজার কলাগাছ রোপন করা হবে। প্রাথমিকভাবে আজ এক’শ গাছ রোপনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :