অন্যায়কে আর প্রশ্রয় দেব না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ২১:১৬

সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক বিক্রেতাদের সমাজ ও দেশের শত্রু আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, তারা যে দলেরই হোক না কেন তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি শামীম ওসমান।

শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন মিলে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কে কোনো দল করে সেটা এখন মুখ্য নয়। তারা আমাদের দলের কেউ হলেও ছাড় পাবে না। কারণ এরা সমাজের শত্রু, দেশের দুশমন।’

সরকার দলীয় এ সাংসদ বলেন, মানুষ উন্নয়ন কম হলেও সুখে শান্তিতে থাকতে পারবেন যদি মাদক বিক্রেতা, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা না থাকে। আমার কোন ধরনের অপরাধী দরকার নাই। আমরা সাহসী পুরুষ চাই, কিন্তু নারায়ণগঞ্জে কোনো সন্ত্রাসী চাই না।’

শামীম ওসমান আরো বলেন, আমি এখন রাজনীতি করি মানুষের জন্য। আগে করতাম নিজের জন্য। তাই আমি এখন আল্লাহকে খুশি করতে চাই। আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে যারা আমার আমলনামা লিখে। তাই কোনো ধরনের অন্যায়কে আর প্রশ্রয় দিতে চাই না।

তিনি বলেন, ‘২০০৯ সালে আমি যখন নারায়ণগঞ্জ আসি তখন সবাইকে মাফ করে দিয়েছি। কারণ ২০০১ সাল থেকে আমাদের ওপর যে ধরনের অত্যাচার হয়েছে সেটার কোনো প্রতিশোধ নেই নাই। আমার ভাইয়ের কারখানায় হামলা করে রাজহাঁসের গলা কেটে দেওয়া হয়, গরুর দুধের বান কেটে দেওয়া হয়। আমাদের ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করা হয়। আমরা কোনো প্রতিশোধ নেইনি। যদি নিতে চাইতাম এবার বিএনপি নারায়ণগঞ্জে থাকতো না।’

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) মো. মনিরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :