খালেদাকে ঘিরে উচ্ছ্বাস মুখরতা মুহূর্তেই ম্লান

আরিফ আজম, ফেনী থেকে
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ২২:০৮

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মহিপালে দুই পাশে দাঁড়িয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও উৎসুক লোকজন। উদ্দেশ্য দলের চেয়ারপারসন এই পথ দিয়ে ঢাকায় ফিরবেন, তাকে স্বাগত জানানো।

খালেদা জিয়াকে বহনকারী সাদা রঙের জিপটি যখন ফেনী এলাকায় আসে তখন ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা, জিয়া-খালেদা, খালেদা-জিয়া’ শ্লোগানে মুখরিত মহাসড়কের মহিপালসহ আশপাশের এলাকা। এমন উচ্ছ্বাসে বেগম খালেদা-জিয়াও মিলেমিশে একাকার। এসময় তাঁর মুখে ছিল মিষ্টি হাসি। চালকের পাশের আসনে বসা বেগম জিয়া হাত নেড়ে জবাব দেন অভিবাদনের।

শ্লোগানে মুখরিত নেতাকর্মীদের মাঝ দিয়ে খালেদাকে বহনকারী জিপটি যখন মহিপাল ছুঁইছুঁই তখনই বিকট শব্দে তার গাড়ির অদূরেই বিস্ফোরিত হয় পরপর দুটি ককটেল। এসময় সড়কের ওপর থাকা দুটি বাসে আগুন ধরে যায়। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। মুহূর্তেই ম্লান হয়ে যায় বেগম জিয়াকে ঘেরা উচ্ছ্বাস।

এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মুহুরীগঞ্জে খালেদা জিয়ার গাড়িবহর প্রবেশ করলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সাবেক মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ মিস্টারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অভ্যর্থনা জানান। ফেনী অতিক্রমকালে মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মী প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানান।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :