পাকুন্দিয়ায় ধান ক্ষেতে মিলল কৃষকের লাশ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ২২:২৪
ফাইল ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি ধান ক্ষেত থেকে জমশেদ মিয়া নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জমশেদ মিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের কাইমুল্লার ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মঙ্গলবার বিকালে এলাকাবাসীর খবরেরভিত্তিতে ঠুটারজঙ্গল গ্রামের ওই ধান ক্ষেত থেকে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় জমশেদ মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, গত রবিবার রাতে একই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন কৃষক জমশেদ মিয়াকে বাড়ি থেকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে জমশেদ মিয়ার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মঙ্গলবার বিকালে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পাকুন্দিয়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, নিহতের গলায় লুঙ্গি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :