সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ০৯:৩৪
ফাইল ছবি

আজ বুধবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০১৭। দেশের আট বিভাগীয় শহর, ৫৬ জেলা ও ১০৩টি উপজেলাসহ দেশের ১৬৭টি স্থানে এই মেলা অনুষ্ঠিত হবে।

এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ঢাকাটাইমসকে জানান, রাজধানীর আগারগাঁও নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে বুধবার থেকে শুরু হবে সস্তাহব্যাপী আয়কর মেলা।

সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান সভাপতিত্ব করবেন।

২০১০ সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই মেলার আয়োজন করছে। সবশেষ গত বছর আয়কর মেলায় সেবা নিয়েছেন ৯ লাখ ২৯ হাজার ব্যক্তি। ওই মেলায় ১ লাখ ৯৪ হাজার করদাতা রিটার্ন জমা দেওয়ার বিপরীতে ২ হাজার ১৩০ কোটি টাকা আয়কর দিয়েছেন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/জেআর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :