দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ১০:৩২

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- সমতা লেদার লিমিটেড এবং বিচ হ্যাচারি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে সমতা লেদার লিমিটেডের শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.১৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪.৫৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৭২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন হাজারিবাগে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে বিচ হ্যাচারি লিমিটেডও সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের কোন প্রকার লভ্যাংশ দেয়নি। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩৯ টাকা। আর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৮৭ টাকায়।

শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ২০ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। উচ্চ আদালতের রায় পেলে এজিএমের তারিখ জানাবে কোম্পানিটি।

ঢাকাটাইমস/১নভেম্বর/ওয়াইএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা