অগ্রহণযোগ্য নেতাদের দলে স্থান নেই: কাদের

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ১৪:২৫

অগ্রহণযোগ্য ও খারাপ প্রকৃতির নেতাদের দলে স্থান হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘যারা অগ্রহণযোগ্য ও খারাপ প্রকৃতির লোক তাদের দল থেকে বের করে দিতে হবে। এসব লোকদের দলে কোনো প্রয়োজন নেই।’

বুধবার দুপুরে রাজশাহীতে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরনোদের সদস্যপদ নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজশাহী মেডিকেল কলেজের শহীদ ডা. কাইছার রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা খারাপ লোকের সঙ্গে চলতে চাই না। ভালো লোক সংখ্যায় কম হলেও তাতেই আমরা খুশি।’

কাদের বলেন, ‘মানুষের আচরণ খারাপ হলে উন্নয়ন কোনো কাজে আসবে না। তাই উন্নয়নের আগে নিজেকে ভালো হতে হবে। তাহলেই উন্নয়ন কাজে দিবে।’

স্বাধীনতাবিরোধী কেউ যেন দলে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা আওয়ামী লীগকেও বিশ্বাস করবে না। তাই স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তি যেন সদস্য হয়ে ঢুকতে না পারে সেদিকটাও খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি কাজী আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

ঢাকাটাইমস/১নভেম্বর/আরআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

গণতন্ত্রের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা বিজয়ী হবো: মির্জা ফখরুল

বাসায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস: প্রতিমন্ত্রী শফিকুর রহমান

স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই: মির্জা আব্বাস

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে

জামায়াত পরাশক্তির ওপর নির্ভর করে না: রফিকুল ইসলাম

একাত্তরে আওয়ামী লীগের কেউ প্রত্যক্ষ যুদ্ধ করেননি: রিজভী

দেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক বিএনপি: কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :