খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ১৫:৫৬

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ইউপিডিএফর সাংগঠনিক সম্পাদক অমর বিকাশ চাকমাকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত ৪টার দিকে জতিন্দ্র কার্বারি পাড়ার চেংগীমুখ এলাকায় অভিযান চালিয়ে অমর বিকাশ চাকমাকে আটক করে নিরাপত্তাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি পিস্তল, ৪ রাউন্ড গুলি, নগদ ১৯ হাজার ৭১০ টাকাসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অমর বিকাশ রাঙ্গামাটির নানিয়ার চর উপজেলার জগন্নাতলির তপনিয়া চাকমার ছেলে ও লক্ষ্মীছড়ি উপজেলার ইউপিডিএফর সাংগঠনিক সম্পাদক।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, অস্ত্রসহ ইউপিডিএফ সাংগঠনিক সম্পাদক অমর বিকাশ চেংগীমুখ এলাকায় রয়েছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন আল-মেহেদী মল্লিক এর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায় এবং তাকে আটক করে।

অস্ত্রসহ অমর বিকাশ চাকমাকে আটকের সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ ইকবাল জানান, তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে মামলা দায়েরে করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :