আখাউড়া দিয়ে আসাম রাইফেলস্’র মোটর শোভাযাত্রা ভারতে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ১৭:৫১

ভারতের আসাম রাইফেলস্-এর ত্রি-দেশীয় একটি মোটর শোভাযাত্রার ৩৮ সদস্যের প্রতিনিধি দলটি আখাউড়া সীমান্ত পথে ভারতে পৌঁছায়। বুধবার দুপুরে দলটি আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর সীমান্তের বিজিবি কোম্পানি সদরে আসেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের রিজিয়ন কমান্ডার কর্নেল জিল্লুল হক আসাম রাইফেলস্ মোটর শোভাযাত্রার প্রতিনিধি দলকে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

মোটর শোভাযাত্রা নিয়ে দলটি সোমবার বিকালে সিলেট সীমান্তের তামাবিল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

বিজিবি ২৫ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভারতের আসাম রাইফেলস্-এর ১৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রি-দেশীয় একটি মোটর শোভাযাত্রার আয়োজন করে আসাম রাইফেলস্।

আসাম রাইফেলস্ মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল সাকিন চৌহানের নেতৃত্বে ৩৮ সদস্যের ওই মোটর শোভাযাত্রা নিয়ে সোমবার বিকালে বাংলাদেশে আসেন। এসময় ভারতীয় ১৪টি মোটর সাইকেল, ২টি হালকা বাহন, ১টি এ্যাম্বুলেন্স, ও ৩টি ভারতীয় ভারী যান নিয়ে ভারতের ডাউকী সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করে। প্রতিনিধি দলটি সোম ও মঙ্গলবার রাত্রিযাপন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ব্যাটালিয়ন সিলেটের আখালিয়ায়।

বুধবার সকালে মোটর শোভা যাত্রার মাধ্যমে মৌলভীবাজারের শ্রীমঙ্গল হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর সীমান্ত পথে বিকাল ৩টায় তারা ভারতে ফিরে যান।

এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের রিজিয়ন কমান্ডার কর্নেল জিল্লুল হক ছাড়াও উপস্থিত ছিলেন- কুমিল্লা সেক্টর কমান্ডার গাজী মো. আহসানুজ্জামান, ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শাহ্ আলী, মেজর সফিক প্রমুখ।

(ঢাকাটাইমস/১নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :