টাঙ্গাইলে শুরু হলো আইজিপি কাবাডি প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ১৮:৩২

বাংলাদেশ কাবাডি ফেডারেশ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে আইজিপি অনুর্ধ্ব-২১ আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা।

বুধবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সৈকত শাহীন, গৈবিন্দ চদ্রপাল, টাঙ্গাইল মডেল থানার ওসি মো. সাইদুল রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যঅডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারন সম্পাদক হারুন-অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজসহ অন্যরা। উদ্বোধনী খেলায় অংশ নেন টাঙ্গাইল-মির্জাপুর উপজেলা বনাম ভূঞাপুর-গোপালপুর উপজেলা। প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার ০৮টি উপজেলার দল খেলায় অংশ নিচ্ছে।

(ঢাকাটাইমস/০১নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :