নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ১৯:০৩

নানা আয়োজনে নরসিংদীতে পালিত হচ্ছে প্রয়াত পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এবছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা ও শহর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ এবং জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন।

কর্মসূচির মধ্যে বুধবার সকাল ৭টায় পৌর কবরস্থানে লোকমানের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ৯টায় মিলাদ, দোয়া ও গণভোজ। বেলা সাড়ে ১১টায় লোকমান হোসেনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন। এছাড়া বিভিন্ন সংগঠন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মিলাদ মাহফিল দোয়া ও গণভোজ এবং মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা কর্মসূচি নেয়া হয়েছে।

সকালে পৌর কবরস্থানে ফুল দিয়ে প্রয়াত মেয়রের কবরে শ্রদ্ধা নিবেদন করেন লোকমান হোসেনের পরিবারের সদস্য, জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

২০১১ সালের ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তৎকালীন নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।

(ঢাকাটাইমস/১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :