‘পেঁয়াজের নতুন নাম দেয়া উচিত পদ্মা ফল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২০:৩৫ | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ২০:১২

পেঁয়াজের লাগামহীন দাম বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রসাত্মক স্ট্যাটাস দিয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি পেঁয়াজের নাম ‘পদ্মা ফল’ রাখার প্রস্তাব করেছেন।

বুধবার রাতে ফেসবুক পোস্টে পার্থ লিখেছেন, ‘কয়েক দিন পর মানুষ সিন্দুকে রেখে দিবে, উপহার হিসেবে দিবে, ছবি তুলে রাখবে আর তারপর পদ্মা সেতুতে দাঁড়িয়ে দুই হাতে দুটা পেঁয়াজ নিয়ে উন্নয়ন দেখবে....পেটে লাথির উন্নয়ন ...পেঁয়াজের নতুন নাম দেয়া উচিত পদ্মা ফল।’

গত কয়েক দিন ধরে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। ৯০ টাকার উপরে বিক্রি হচ্ছে নিত্যপণ্যটি। পেঁয়াজের লাগামহীন এই দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটা নিয়ে নানা ধরনের লেখালেখি হচ্ছে। অনেকে এর জন্য সরকারকে সরাসরি দায়ী করছেন।

(ঢাকাটাইমস/০১নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :