খালেদার গাড়িবহরে হামলায় ছাত্রদল-যুবদলের ৭০ নেতা আসামি

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২০:৫৮ | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ২০:১৬

ফেনীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদল-যুবদলের ৭০ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

আজ বুধবার বিকালে ফেনী মডেল থানায় মামলাটি করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

পুলিশ জানায়, রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে খালেদা জিয়ার গাড়িবহর কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মহিপাল অতিক্রম করার পরপরই কয়েকটি পেট্রোল বোমা ছোড়া হয়। এ সময় বহরের পাশে থাকা যাত্রীশূন্য দুটি বাস পুড়ে যায়। এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং ৩৫-৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন খন্দকার, জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মামুন, বিদ্রোহী অংশের সভাপতি মেজবাহ উদ্দিন, সদর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন দোলন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আলমগীর চৌধুরী, কাজিরবাগ ইউপি বিএনপির সভাপতি জসিম উদ্দিন, ছাত্রদল নেতা রিয়াজ পাটোয়ারি রয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার দিন আটক আবুল কাশেম মিলন, গাড়িচালক হারুন অর রশিদ, হেলপার রাকিব, জাহাঙ্গীর হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১নভেম্বর/প্রতিনিধি/এলএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :