জয়পুরহাটে প্রতারক আটক

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ২২:০৫

জয়পুরহাটে বাংলাদেশ রোড টান্সপোর্ট অথরেটি (বিআরটিএ)র ভুয়া লাইসেন্স করে দেয়ার অপরাধে আমিনুর ইসলাম নামে এক প্রতারককে আটক করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সদস্যরা।

বুধবার সন্ধ্যায় বিআরটিএর চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আমিনুর পারুলিয়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

এনএসআই অফিস সূত্রে জানা গেছে, পাঁচবিবির আতাউর রহমান নামে এক ব্যক্তি আমিনুরের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স করে নেয়। সম্প্রতি রাস্তায় চেকিংয়ের সময় ট্রাফিক সার্জেন্ট তার লাইসেন্সটি দেখে তা বিআরটিএ থেকে পরীক্ষা করে নিতে বলেন। আতাউর আমিনুরকে সঙ্গে নিয়ে বিআরটিএ অফিসে এসে পরীক্ষা করে নেয়ার পর তা ভুয়া প্রমাণিত হয়। এতে তাদের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সেখানে এনএসআই সদস্যরা উপস্থিত হলে ঘটনাটি শোনার পর আমিনুরকে আটক করেন।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, বিআরটিএর পরিদর্শক মানস কুমার চক্রবর্তী বাদী হয়ে আমিনুরের বিরুদ্ধে মামলা করেছেন।

(ঢাকাটাইমস/১নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :