ঝিনাইদহে পুলিশি হয়রানির প্রতিবাদে ঝাঁটামিছিল

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ২৩:৫৬

পুলিশি হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর গ্রামবাসী ঝাঁটা নিয়ে মিছিল করেছেন।

বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। মিছিল নিয়ে গ্রামবাসীরা প্রায় আধাঘণ্টা কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়ক অবরোধ করে রাখেন।

কাশীপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী চালিতা বেগম, সাইদুল ইসলাম স্ত্রী শিউলি বেগম, মিন্টু মিয়ার স্ত্রী চেয়ারী খাতুনসহ একাধিক ব্যক্তি জানান, পুলিশ প্রায়ই তাদের গ্রামে সাদা পোশাকে এসে যার তার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে। অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানান, থানার উপপরিদর্শক কওসার আলম প্রায় রাতেই সাদা পোশাকে এসে তাদের বিভিন্ন ভাবে হয়রানি করে থাকেন। বুধবার রাত ৯ টার দিকে কাশিপুর গ্রামের শুকুর আলীর বাড়িতে প্রবেশ করেন এসআই কওসার। এ সময় গৃহবধূ চালিতা বেগম তার বাড়িতে আসার কারণ জানতে চাইলে ওই দারোগা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

বিষয়টি তিনি গ্রামবাসীকে জানালে গ্রামের শতাধিক নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে দারোগা কওসার আলমকে ধাওয়া করেন। এ সময় দারোগা মোটরসাইকেলের হেড লাইট বন্ধ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে কোটচাঁদপুরের দিকে চলে যান।

এরপর গ্রামের অসংখ্য নারী-পুরুষ জড়ে হয়ে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়ক অবরোধসহ ঝাঁটা নিয়ে মিছিল করেন। সে সময় তারা পুলিশের অত্যাচারের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে অভিযোগ অস্বীকার করে কালীগঞ্জ থানার এসআই কওসার আলম বলেন, তিনি সেখানে যাননি। ঘটনা সম্পর্কেও তিনি কিছুই জানেন না। তাকে কেউ ধাওয়াও করেনি। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, ঘটনা কতটুকু কি তা জানি না। তবে সেখানে পুলিশ পাঠিয়েছি।

(ঢাকাটাইমস/০১নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :