ফরিদপুরে মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৭, ১৩:১৮

ডিপ্লোমা মেরিন শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারদের চাকরির বাজার উম্মুক্তকরণ ও সরকারি নিয়োগ নীতিমালা উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন এবং শিপবিল্ডিং ডিপার্টমেন্টের নাম সরকারি গেজেটভুক্তকরণের দাবি এক দিনের ক্লাস কর্মসূচি পালন করছেন ফরিদপুরে মেরিন টেকনোলজি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরতলীর আদমপুর এলাকায় কলেজ ক্যাম্পসের সামনে ওই একই দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন।

এসময় বক্তব্য দেন- মেরিন গেজেট বাস্তবায়ন কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব আরিফুল ইসলাম, নাজমুল হাসান, মীর মাসুদ প্রমুখ।

বক্তারা বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি নিয়োগ সংক্রান্ত নীতিমালায় ডিপ্লোমা মেরিন/শিপবিল্ডিং ডিপার্টমেন্টের গেজেটভুক্ত না থাকায় মেরিন এবং শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার থেকে বঞ্ছিত হচ্ছে।

তারা বলেন, সরকার আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, দেশের আরো ৬টি মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের ক্লাস বর্জন করছে একই দাবিতে।

(ঢাকাটাইমস/২নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :