নিরাপত্তাকর্মী জমিরকে আত্মসাতের টাকাসহ গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৭, ১৪:৪৫

ফরিদপুরের কানাইপুর বাজার থেকে ২৪ লাখ ৫৪ হাজার টাকাসহ জমির হুসাইন নামে এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মানি প্ল্যান্ট নামে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের জাহাঙ্গীর টাওয়ারের সামনে থেকে ওই নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, সোমবার বিকালে ঢাকার ভাটারা এলাকার মানি প্ল্যান্ট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ২৪ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী জমির।

জমির ঢাকা থেকে তার নিজ বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার দরজা গ্রামে যাচ্ছে বলে খবর পায় ডিবি। এ সংবাদে ডিবি পুলিশের একটি দল কানাইপুরে অবস্থান করে জমিরকে ২৪ লাখ ৫৪ হাজার টাকাসহ গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জমিরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা যায়।

(ঢাকাটাইমস/২নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :