‘যশোর বিমানবন্দরকে আধুনিকায়নের উদ্যোগ নেয়া হচ্ছে’

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৭, ১৮:৫০

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যশোর বিমানবন্দরের সম্প্রসারণ এবং আধুনিকায়নের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেয়া হবে। কারণ এটার সঙ্গে কেবল আঞ্চলিক স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থ জড়িত। এছাড়া ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনাধীন আছে বলে জানান মন্ত্রী।

শুক্রবার ব্যবসায়ী নেতারা মেননকে স্মারকলিপি দিতে গেলে তাদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।

ব্যবসায়ী নেতাদের মধ্যে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েনের পক্ষে মতিয়ার রহমান, যশোর চেম্বার অব কমার্সের পক্ষে শাহীন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগামী ডিসেম্বরে প্রতিষ্ঠানটির ১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র মেনন আমন্ত্রণ গ্রহণ করেন এবং নির্ধারিত রেজিস্ট্রেশনপত্রে স্বাক্ষর করেন।

যশোর জেলা প্রাক্তন ছাত্র সমিতির পক্ষে এজেডএম সালেক, ইয়াসিন আলী, পলাশ হোসেন, অনুপকুমার পিন্টু উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, দলীয় নেতা জাকির হোসেন হবি, জিল্লুর রহমান ভিটু, নাজিম উদ্দিন, ইউনুস তালুকদার, যুবমৈত্রী নেতা শেখ আলাউদ্দিন, মঞ্জুরুল আলম, খবির শিকদার, শফিকুল ইসলাম, ছাত্রমৈত্রী নেতা রাশেদ খান, শ্যামল শর্মা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী স্বপন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী খুলনার ফুলতলার উদ্দেশে যশোর ছাড়েন।

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :