চাঁদপুরে সড়কে প্রাণ গেল দুই চালকের

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৭, ০৯:৪৯

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষের হাট (মিয়ার বাজার) এলাকায় স্কুটারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয় যানের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার বিকালে চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট মিয়ার বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার রান্ধনী মুড়া এলাকার মোহাম্মদ আলী (২৮)। তিনি স্কুটার চালক। অন্যজন মোটরসাইকেল চালক মো. রাসেল গাজী (২০)। তিনি চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট খলিশাডুলি গাজী বাড়ির মো: আলাউদ্দিনের ছেলে।

আহতরা হলেন আবুল গাজী (৬৫), তার স্ত্রী শাহানারা বেগম (৪৫), তাদের ছেলে জাহিদ (৮)। তাদের বাড়ি সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে। অপর আহতরা হলেন- জান্নাত (২২) ও তার মেয়ে খাদিজা (৪)। এদের মধ্যে আবুল গাজী, তার স্ত্রী শাহানারা বেগম ও খাদিজাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে স্কুটারটি যাত্রী নিয়ে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে মোটরসাইকেল চালক পূর্ব দিক থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। ঘোষের হাট এলাকায় আসার পর যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হয়।

এলাকাবাসী আহতদের উদ্বার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। তাদের মধ্যে স্কুটারও মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জাহিদ ফারুক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। ঢাকায় নেয়ার পথে গৈারীপুরের কাছাকাছি আসার পর স্কুটার চালক মোহাম্মদ আলী মারা যান। পরে রাত নয়টার দিকে মোটরসাইকেল চালক রাসেল গাজীও চলে যান না ফেরার দেশে।

দুর্ঘটনার পর চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুটার ও মোটরসাইকেলটি উদ্বার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঢাকাটাইমস/৪নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :