নবীনগর ওসির অপসারণ দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৭, ১৭:৩৯

নবীনগর থানার ওসি আসলাম সিকদারের অপসারণ চেয়েছে ওই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের ওজিবাড়ি ও সাববাড়ির নির্যাতিত লোকজন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ফায়জুল হক।

এসময় তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে ৯ অক্টোবর আশ্রাফপুর গ্রামের মেম্বার বাড়ির আমজাদ হোসেন ওরফে আমজাদ মোল্লার নেতৃত্বে অজি বাড়ি ও সাব বাড়ি শতাধিক ঘর বাড়িতে বর্বরোচিত হামলা ও লুটপাট চালায়। এ অবস্থার কারণে গ্রামের মানুষগুলো এখন মানবেতর জীবনযাপন করছে। এই ঘটনায় নবীনগর থানায় ৮২ জনকে আসামি করে মামলা করলে এর দুই দিন পরই ১৪ অক্টোবর মেম্বার বাড়ির আক্তার হোসেন আমাদের ২৯ জনের বিরুদ্ধে একটি মিথ্যা কাউন্টার মামলা করে। নবীনগর থানার ওসি উদ্দেশ্যমূলকভাবে কোনো তদন্ত ও যাচাই-বাছাই ছাড়াই বিস্ফোরক আইনে মামলা রেকর্ড করেন।

সংবাদ সম্মেলনে ওসি আসলাম সিকদারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এবং বিভিন্ন সময় লোকজনকে নানা হুমকিসহ গুলি করে মারার অভিযোগ আনেন।

তবে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :