বাড্ডায় জোড়া খুনে স্ত্রীর স্বীকারোক্তি

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৭, ১৮:৩৫

রাজধানীর উত্তর বাড্ডার জোড়া খুনের মামলায় গ্রেপ্তারকৃত নিহতের স্ত্রী আরজিনা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এদিকে সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে পরকীয়া প্রেমিক শাহিন মল্লিকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. শাখাওয়াত হোসেন আসামিদের আদালতে হাজির করে আরজিনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের এবং আসামি শাহিন মল্লিকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আরজিনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে একই আদালত শাহিন মল্লিকের রিমান্ড শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনের শুনানিকালে আসামি শাহিনের কোনো আইনজীবী না থাকায় তার কিছু বলার আছে কি না তা জানতে চান বিচারক। তখন শাহিন আদালতে বলেন, আরজিনা এবং আমি পাশাপাশি থাকার কারণে দুইজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে আরজিনা আমাকে প্রোপোজ করে। এক পর্যায়ে আরজিনা বাসা থেকে চলে আসে। দুই মাস পর সে আবার জামিলের সংসারে ফিরে যায়। আরজিনার পরিবার আমার আর আরজিনার মধ্যের সম্পর্কটা মেনে নিতে পারেনি। একারণে আরজিনা আমাকে বলে, সংসার করতে চাইলে আগে জামিলকে খুন করতে হবে। পরিকল্পনা অনুযায়ী আমি আমার এক বান্ধবীকে দিয়ে একটি ফার্মেসি থেকে ঘুমের ওষুধ এনে আরজিনাকে দেই। আরজিনা সেই ঘুমের ওষুধ করল্লা ভাজির সাথে মিশিয়ে জামিলকে খাওয়ায়। জামিল ঘুমিয়ে পড়লে আমি তাকে কাঠ দিয়ে মাথায় আঘাত করি। জামিলকে মারার দৃশ্য নুসরাত দেখে ফেলায় তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। আমি তাদের মারতে চাইনি। হঠাৎ একটা এক্সিডেন্ট হয়ে গেছে। জীবনে প্রথম এমন কাজ করেছি। আর কখনো জীবনে এমন কাজ করবে না।

অন্যদিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরজিনাও পরকীয়া প্রেমিকের সঙ্গে সংসার করতে পরিকল্পিতভাবে স্বামী ও সন্তানকে হত্যা করিয়েছেন মর্মে উল্লেখ করেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর সকাল ৬টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার ময়নারবাগের ৩০৬ পাঠান ভিলার তৃতীয় তলার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় জামিল শেখ (৩৮) ও তার মেয়ের নুসরাতের মরদেহ। ওই ঘটনায় বিকালেই নিহত জামিল শেখের ভাই মো. শামীম শেখ বাদী হয়ে বাড্ডায় থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহত জামিলের স্ত্রী আরজিনা বেগম (৩০) ও সাবলেটের ভাড়াটিয়া আরজিনার পরকীয়া প্রেমিক শাহিন মল্লিককে (২৬) আসামি করা হয়। মামলার পর আরজিনাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাক করে খুলনার খুলনার লবণচড়া থেকে শাহিন মল্লিককে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ। শাহিনের বাড়ি খুলনার দাকোপ উপজেলায় কালাবনি-ছুতারখালি গ্রামে। তার বাবার নাম নাজিমউদ্দিন মল্লিক।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :