‘মামলায় ফাঁসিয়ে’ আসামির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

জাভেদ হোসেন, গাইবান্ধা
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৭, ১৯:৫৯

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছি গ্রামে গত ৩০ অক্টোবর বেলা ১১টায় বিবাদী ফেরদৌস মিয়ার বাড়িঘর ভাঙচুর, গাছপালা কর্তনসহ বিভিন্ন ধরনের ক্ষতির করার অভিযোগে জেলা গাইবান্ধা প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে (পলাশবাড়ী) মামলা করা হয়েছে। ফেরদৌস মিয়া একই গ্রামের প্রতিবন্ধী নুরু মণ্ডলের ছেলে।

সরোজমিনে উপজেলার আমলাগাছি গ্রামে ফেরদৌস মিয়ার বাড়িঘরের জায়গা দেখতে গেলে সেখানে বাড়িঘরের কোন চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয় আব্দুল মতিন মন্ডল বলেন, ফেরদৌস মিয়া সংসারের বড় ছেলে। তাকে গোলজার রহমান মিথ্যা মামলায় জড়িয়ে তার বাড়ি দখল করার পাঁয়তারা করছে। গোলজার রহমান প্রভাবশালী হওয়ায় আমরা এলাকাবাসী তাকে কিছু বলতে পারি না।

পাশের বাড়ির লিপি বেগম বলেন, আমাদের চোখের সামনে ঘরবাড়ি, গাছ কেটে নিয়ে যায়- আমরা ভয়ে কিছু বলতে পারিনি।

এদিকে গোলজার রহমানকে জিজ্ঞাসাবাদ করিলে তিনি জানান, এই জায়গাটি আমার, ফেরদৌস মিয়ার নয়।

পলাশবাড়ি থানার ওসি মাহাবুবল আলম জানান, এখন পযন্ত আদালত হতে থানায় কোন মামলা আসেনি। মামলা আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :