শেষ তিন দিন আয়কর মেলার সময় বাড়ল পাঁচ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ২১:২৩ | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৭, ২১:২১
ফাইল ছবি

রাজধানীতে চলমান সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষ তিন দিন পাঁচ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেলা। এর আগে সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মেলা চলার কথা ছিল।

শনিবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সপ্তাহব্যাপী আয়কর মেলার চতুর্থ দিনে এক লাখ ৯৪ হাজার ৩৩১ জনের সেবা গ্রহণ করে। আর আয়কর আহরণ হয় ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ২১১ টাকার।

শনিবার ঢাকাসহ দেশের ৬৪টি জেলা, সাতটি উপজেলাসহ ৭১টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত করদাতাদের সেবা প্রদান করা হয়।

শনিবার বিকালে রাজধানীর আগারগাঁও নিমার্ণাধীন জাতীয় রাজস্ব ভবনে আয়কর মেলা প্রাঙ্গণে ‘আয়কর মেলা পরিদর্শন ও পরামর্শ প্রদান’ অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আয়কর মেলা আমাদের সংস্কৃতি, অর্জন, আত্মত্যাগ থেকে বিচ্ছিন্ন নয়। আয়কর মেলাকে বাংলাদেশের সংস্কৃতির সাথে একত্রিত করার যে উদ্যোগ এনবিআর নিয়েছে সেজন্য এনবিআরকে ধন্যবাদ।

তিনি ’ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ আইডি কার্ড একজন ব্যক্তির পরিচয়ের স্মারক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

আগামীকাল রবিবার পঞ্চম দিন আয়কর মেলায় আগত সেবাগ্রহীতাদের শ্যামলী রোড ব্যবহারের অনুরোধ জানিয়ে এনবিআররে পক্ষ থেকে বলা হয়, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ৬৩তম সম্মেলন। এ সম্মেলনে আগত অতিথিদের নিরাপত্তার কথা বিবেচনা করে ৫ নভেম্বর রবিবার রাজধানীর আগারগাঁও রোড বন্ধ থাকবে।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

জনতা ব্যাংকের অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

একঝাঁক তরুণকে নিয়ে বেসিস নির্বাচনে সোহেলের টিম স্মার্ট

এই বিভাগের সব খবর

শিরোনাম :