সুনামগঞ্জে হাওরে সংঘর্ষে নিহতের লাশ উদ্ধার, আটক ৪

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৭, ২২:৩৯
ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলা ও জামালগঞ্জ উপজেলার মধ্যবর্তি ভাছর হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত আব্দুল হান্নানের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

আজ শনিবার বিকালে ৫টায় আব্দুল হান্নানের লাশ ভেসে ওঠলে খবর পেয়ে পুলিশ এসে তা উদ্ধার করে।

এঘটনায় জড়িত সন্দেহে আটকৃতরা হলেন- নিখিল চন্দ্র তালুকদার, সুজন তালুকদার, ভূপতি তালুকদার, যোগেন্দ্র তালুকদার।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাতে ভাছর হাওরে মাছ ধরা নিয়ে দিরাই উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদারের খাগাউরা এলাকার লোকজন ও জামালগঞ্জ উপজেলার আব্দুল হান্নানের লোকজনের মধ্যে কথা কাটাকাটির সংঘর্ষ বাধে। এক প্রর্যায়ে অভিরাম তালুকদারের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আব্দুল হান্নানসহ আগত জেলেদের সবার উপর হামলা চালায়। এসময় দু-পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় আব্দুল হান্নানকে ধরে নিয়ে যায় অভিরাম তালুকদারের লোকজন। আব্দুল হান্নানের লোকজন রাতব্যাপী চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারেনি আব্দুল হান্নানকে। এর পর আজ শনিবার বিকালে ৫টায় আব্দুল হান্নানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে বিবাদমান দুই পক্ষের কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

দিরাই থানার ওসি মোহাম্মদ আবুল হাসেম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :