বাকৃবিতে রাস্তা অবরোধ

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৭, ১৫:৫১

একাডেমিক ও আবাসিক এলাকা সংলগ্ন সড়কে ইজিবাইক চলাচলের অনুমতির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রধান ফটক সংলগ্ন রাস্তা অবরোধ করার ঘটনা ঘটেছে। রবিবার বেলঅ ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী ইজিবাইক জড়ো করে রাস্তা অবরোধ করে রাখে স্থানীয় গ্রামবাসী এবং ইজিবাইক চালকেরা।

স্থানীয় গ্রামবাসী এবং ইজিবাইক চালকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ভিসির বাসা হয়ে শেষ মোড় পর্যন্ত রাস্তাটি সরকারের আওতাভুক্ত হলেও ওই রাস্তায় অটো চলাচলে বাধা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ওই রাস্তায় ইজিবাইক চলাচলের দাবিতে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইজিবাইক নিয়ে স্থানীয় গ্রামবাসী এবং ইজিবাইক চালকেরা জড়ো হয়। এরপর প্রায় ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের বাসসহ সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন শিগগির রাস্তায় ইজিবাইক চলাচলের বিষয়টি বিবেচনা করা হবে জানালে অবরোধ তুলে নেয়া হয়।

রাস্তার বিষয়ে ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ভিসির বাসা হয়ে শেষ মোড় পর্যন্ত রাস্তাটি সরকারের আওতাভুক্ত এবং প্রধান ফটক থেকে জব্বারের মোড় পর্যন্ত রাস্তাটি বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, প্রধান ফটক থেকে ভিসির বাসা হয়ে শেষ মোড় পর্যন্ত রাস্তাটি সরকারের আওতাভুক্ত হলেও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হওয়ায় তা নিয়ন্ত্রণের করার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের রয়েছে। আপাতত ১০ তারিখ (শুক্রবার) পর্যন্ত রাস্তায় ইজিবাইক চলাচল বন্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে ইজিবাইক চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :