কুমিল্লায় ৪১ দিন অপহৃত গৃহবধূ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৭, ১৮:২০

কুমিল্লায় অপহরণের ৪১ দিন পর নাজিয়া আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রবিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও বাজার থেকে উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নাজিয়া আক্তার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামের মো. অলিউল্লার স্ত্রী।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আপেল মাহমুদ জানান, নাজিয়া আক্তার ৪১ দিন পূর্বে অপহরণের শিকার হয়। পিবিআই’র প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায় নাজিয়াকে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে অপহরণ করা হয়েছে। অপহরণের পর তার মা বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করে। রবিবার জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও বাজার থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পিবিআই।

তিনি বলেন, বর্তমানে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :