নারায়ণগঞ্জে দলবেঁধে শেয়ালের আক্রমণ, আহত ১১

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৭, ১৮:৩৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কয়েকটি গ্রামে দলবেঁধে শেয়ালের আক্রমণের খবর পাওয়া গেছে। শেয়ালের কামড়ে আহত হয়েছেন নারীসহ অন্তত ১১ জন।

উপজেলার খাগকান্দা ইউনিয়নের বিভিন্ন গ্রামে শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহতদের ঢাকার মহাখালীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন- উপজেলার নয়নাবাদ গ্রামে শিয়ালের কামড়ে আহত হন ইব্রাহিম (১৮) জাকির (২০), সানজিদা (৯), চম্পক নগরের আমির হোসেন (৮) আস্কর আলী (৫) মুরাদ (২), জাঙ্গালিয়া গ্রামের আসাবুদ্দীন (২৮), লালুরকান্দি গ্রামের ঝুনু (৩৫) আবু তাহের (৬), বাহের চরের মেহেরুন নেছা (৭০) ও ইসলামপুর গ্রামের আ. আউয়াল (৫৫)।

এলাকাবাসী জানান, সন্ধ্যার পর পরই ওই এলাকার পাশাপাশি অবস্থিত ছয়টি গ্রামে দলবেঁধে শেয়াল এসে আক্রমণ করতে থাকে। যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। পরে লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শেয়ালদের তাড়া করে ভাগিয়ে দেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূইয়া জানান, শেয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকার মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :