শরীয়তপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আটক ৯

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৭, ২০:১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুর ১২টায় শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর সরকারি কলেজে, জেলা ছাত্রলীগের আহবায়ক মহাসিন মাদবর ও সবুজ তালুকদারের গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে রবিবার দুপুর ১২টার দিকে মহাসিন মাদবর গ্রুপের সমর্থক মকবুল মাদবর, সুজন মাঝী, ইমন ও বিল্লালের নেতৃত্বে শরীয়তপুর সরকারি কলেজে ছাত্রবাসে থাকা ছাত্রলীগ নেতা সবুজ তালুকদারের সমর্থক, জাফর ও নেছারের উপর হামলা করে ও ছাত্রবাস ভাঙচুর করে। এ খবর ছড়িয়ে পরলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের আহবায়ক মহাসিন মাদবরের ক্লাব ও শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রাবাস এলাকা থেকে নয়জন বহিরাগতদের আটক করে পুলিশ। এঘটনায় পালং মডেল থানা এসআই মিন্টু মামলা করেন ও আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :