সাত দফা দাবিতে না.গঞ্জে সওজ কর্মচারীদের কর্মবিরতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৭, ২০:২৫

ওয়ার্কচার্জড কর্মচারীদের দ্রুত নিয়মিতকরণসহ ৭দফা দাবিতে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে শিমরাইলে ৩ ঘণ্টা কর্মবিরতি ও সমাবেশ করেছেন কর্মচারীরা।

সকাল ১০টা থেকে এ কর্মসূচি পালন করে শ্রমিকলীগের অন্তর্ভুক্ত সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখা। এসময় অফিসের সকল কার্যক্রম বন্ধ ছিল।

সংগঠনটির সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জামায়েত উল্লাহ, উপদেষ্টা আব্দুল জব্বার, সহ-সভাপতি শাহ জালাল, সহ-সাধারন সম্পাদক হুমায়ন কবির, জলিল তালুকদার, দপ্তর সম্পাদক মাসুদ আলম আবুল হাসেম প্রমুখ। শ্রমিক কর্মচারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, কর্মচারীদের মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের প্রদত্ত রায় দ্রুত বাস্তবায়ন, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী মাস্টাররোল কর্মচারীদের দৈনিক মজুরি প্রদান, নিয়মিত কর্মচারীদের যথাসময়ে পদোন্নতি প্রদান, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের সাংগঠনিক কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া, ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরির বয়স ২ বছর বাড়ানো এবং বিনা পেনশনে ইতিমধ্যে ৬০ বছর পূর্ণ/মৃত্যুবরণ করেছে তাদের অনুদানের ব্যবস্থা করা।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :