ভারতে কারাভোগের পর তিন বাংলাদেশিকে হস্তান্তর

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৭, ২০:৫২

শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর দিয়ে তিন বাংলাদেশি যুবককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের কারাগারে কারাভোগ শেষে আজ রবিবার দুপুরে বিজিবির কাছে ওই তিন যুবককে হস্থান্তর করা হয়।

নাকুগাঁও ইমিগ্রেশন সূত্র জানায়, গেল বছরের ১২ ডিসেম্বর শেরপুরের শ্রীবরদীর বালিজুরি সীমান্ত দিয়ে একই উপজেলার হারিয়াকোনা গ্রামের রুপান্ত মারাক ও কুড়িগ্রামের রৌমারীর আলগারচর গ্রামের সোনা মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এছাড়া চলতি বছরের ৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে কুমিল্লার বাঞ্জারামপুরের পদ্মাবাঁধ গ্রামের সোহেল মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়লে তাদের তুরা জেলা কারাগারে পাঠানো হয়।

পরে কারাভোগ শেষে আজ রবিবার তাদের দেশে ফেরত পাঠানো হয়। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর স্থানীয় ক্যাম্প কমান্ডার, উভয় দেশের পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :