অন্ধ হয়ে যেতে পারেন অ্যাসিড হামলার শিকার বাংলাদেশি যুবক

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২২:৪৫ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৭, ২০:৫২

লন্ডনে অ্যাসিড হামলার শিকার প্রবাসী এক বাংলাদেশি যুবকের চোখ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। ৩২ বছর বয়সী এই যুবকের নাম নওশাদ কামাল ইমন। নওশাদ সিলেট নগরীর লামাবাজার এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের মতে, নওশাদের দু’টো চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নওশাদ পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকায় অ্যাসিড হামলার শিকার হন। নওশাদের বন্ধু মো. আক্তারুজ্জামান খান জাকির এ তথ্য নিশ্চিত করেছেন।

নওশাদের স্বজনদের বরাত দিয়ে জাকির বলেন, ‘হামলায় তার দু’টি চোখই পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। এমন আশঙ্কার কথা চিকিৎসকরা জানিয়েছেন।’

জাকির আরও জানান, তিনি ও নওশাদ একসঙ্গে সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ে পড়তেন।

জানা গেছে, নওশাদ গত আট বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। মোপেড (মোটরসাইকেল) যোগে রেস্টুরেন্টের পিজা বিভিন্ন বাসায় পৌঁছে দেয়ার কাজ করতেন তিনি। ঘটনার সময় পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকায় একটি ঠিকানায় পিজা পৌঁছে দিতে গেলে স্কুলপড়ুয়া দুই কিশোর তার ওপর অ্যাসিড ছুঁড়ে মারে। আধা ঘণ্টার ভেতরে দু’বার অ্যাসিড হামলার শিকার হন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাইক ও সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের জন্য এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের।

এদিকে এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বিক্ষোভ করেছেন লন্ডনের পিজা ডেলিভারি ম্যানরা।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :