গাংনীতে আইনজীবীর গোলাঘরে বিস্ফোরণে ছাত্র আহত

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২১:১০ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৭, ২১:০৩

মেহেরপুরের গাংনী উপজেলায় তেতুলবাড়িয়া গ্রামে জেলা জজকোর্টের আইনজীবী মোশারেফ হোসেনের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাফিউজামান (১০) নামের এক স্কুলছাত্র আহত আহত হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে আইনজীবীর হাজি পাড়ার বাড়ির গোলাঘরে এ বিস্ফোরণ হয়।

আহত রাফিউজামান পারভেজ গ্রামের আকামত হোসেনের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, ধান রাখার গোলা ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েন। বিস্ফোরণে রাফিউজ্জামানের চোখসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে আহত রাফিউজ্জামানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়। তবে এটা বোমার বিস্ফোরণ নাকি অন্য কিছু, সেটা কিভাবে গোলা ঘরে গেল তা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বিষয়টি শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এবং খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে আসল ঘটনাটা কি।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :