সিরিয়ায় আইএসের গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৭৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২২:৫৯ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৭, ২২:৫৪
ফাইল ছবি

সিরিয়ার পূর্বাঞ্চলে এক সমাবেশে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৪০ জন। রবিবার এ কথা জানিয়েছে ব্রিটেনের এক পর্যবেক্ষক সংস্থা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, সিরিয়ার পূর্ব প্রদেশের দেইর ইজজরে আইএসের হামলায় যুদ্ধে ঘরছাড়া ৭৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে কয়েকটি শিশুও।

যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিশ-আরব জোট ইসলামিক স্টেটের বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে, তা থেকে বাঁচতে যারা অন্যত্র চলে গিয়েছিলেন, তারাই এই হামলার শিকার হয়েছেন। যুদ্ধের আগুন থেকে বাঁচতে অনেকে আবার পালিয়ে গিয়েছিলেন মরুভূমিতেও। কেউ আবার ইউফ্রেটিস নদীর ধারে উদ্বাস্তু হিসেবে ঠাঁই নিয়েছিলেন। সেখানেই বিস্ফোরণ ঘটনায় আইএস।

দেইর ইজজর ছেড়ে পালানো সাধারণ মানুষের ওপর আইএস-এর এটা প্রথম হামলা নয়। ১২ অক্টোবর উত্তর-পশ্চিমের হাসাকে প্রদেশে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: এই সময়

(ঢাকাটাইমস/৫নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :