টেক্সাসে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১২:৫৯ | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৭, ০৮:৩৪

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

রবিবার দেশটির স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস’র ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই হামলাকারিও নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন না আত্মঘাতী হয়েছেন পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টা নাগাদ গির্জায় হামলা চালায় ওই হামলাকারী। প্রায় কুড়ি রাউন্ড গুলি চালিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে সে। কিন্তু কিছু দূরে গিয়ে ধাক্কা খায়। এরপরে গাড়ি থেকে নেমে পালাতে থাকে ওই হামলাকারী। পুলিশও তার পিছু নেয়। পুলিশের গুলিতেই নিহত হয়েছে হামলাকারী। তবে তার পরিচয় জানা যায়নি।

উইলসন প্রদেশের কমিশনার অ্যালবার্ট গোমেজ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, সকালে গির্জার কার্যক্রম চলাকালে একজন বন্দুকধারী সেখানে প্রবেশ এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ২৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। খবর পেয়ে এফবিআই ঘটনাস্থলে যায়।

এফবিআই কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

এদিকে ঘটনার পর জাপানে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং জাপান থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। ট্রাম্পে টুইট বলেন, ‘টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংসের মানুষের সঙ্গে ঈশ্বর আছেন। ঘটনাস্থলে রয়েছেন এফবিআই ও আইনরক্ষকেরা। জাপান থেকে পরিস্থিতির উপরে আমি নজর রাখছি।’

একের পর এক হামলায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। গত সপ্তাহের প্রথম দিকে নিউ ইয়র্কে ট্রাক-হামলা চালায় এক আইএস জঙ্গি। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই টেক্সাসে বন্দুক হামলায় আবার আতঙ্ক ছড়িয়েছে। তবে এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।

ঢাকাটাইমস/৬নভেম্বর/এমআর/জেএস

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :