লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ জেএসসি পরীক্ষার্থী আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৭, ১৩:৩৪

লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে পরীক্ষাকেন্দ্রে আসার সময় রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই উপজেলার উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। আহত পরীক্ষার্থীরা হলো আকলিমা, মো. হেলাল, লাইজু আক্তার, মৌসুমি আক্তার ও মো. সোহাগ।

কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, সকালে ওই জেএসসি পরীক্ষার্থীরা সিএনজিচালিত অটোরিকশাযোগে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন জেএসসি পরীক্ষার্থীসহ অটোরিকশার চালক আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চারজন পরীক্ষার্থী তাদের পরীক্ষায় অংশ নেয়। তবে দুর্ঘটনায় গুরুতর আহত লাইজু আক্তার লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :