পাবনায় সুগার মিল শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৭, ১৪:১৬

১৯ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা

সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর জাতীয় মজুরি স্কেল ঘোষণার দাবিতে আজ সোমবার সকাল ৮টা থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

বিক্ষোভ মিছিলটি মিল চত্বর থেকে শুরু করে পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রসাশক কার্যালয়ের সামনে অবস্থান করে এক পথসভায় মিলিত হয়। পরে পাবনা জেলা প্রসাশক রেখা রানী বালোর কাছে প্রধানমন্ত্রী বরাবর ১৯ দফা দাবিকৃত স্মারকলিপি জমা দেন।

পাবনা সুগার মিলের ওয়াকার্স ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল সরদার।

শ্রমিক-কর্মচারীদের মধ্যে বক্তব্য দেন আরিফুর রহমান আরিফ, সাজেদুল ইসলাম শাহিন, রবিউল ইসলাম রবি, আইনুল হক, এমদাদুল হক চৌধুরী, আব্দুল খালেক প্রমুখ।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/কেবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :