ভৈরবে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি পালন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৭, ১৫:৩৪

সরকারি কোষাগার হতে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে ভৈরব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।

পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে সোমবার ভৈরব পৌর মিলনায়তন প্রাঙ্গণে সকাল ৯টা থেকে ১২টা পযর্ন্ত এ কর্মসূচি পালিত হয়।

এ সময় ভৈরব পৌরসভা নির্বাহী প্রকৌশলী বাদশা আলমগীর, পৌর সচিব মো. দুলাল উদ্দিন, সহকারী প্রকৌশলী জিএম আরিফ সারোয়ার বাতেন, পৌর লাইন্সেস ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান, কর আদায়কারী শাহনেওয়াজ, সেনিটারি ইন্সপেক্টর নাসিমা বেগমসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার দেশের পৌরসভা যেভাবে বৃদ্ধি করছে- সে তুলনায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে না। ফলে সারাদেশের পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানবেতর জীবন যাপন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি করে তারা বলেন, অতি দ্রুত সারাদেশের পৌর কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবি জোর জানাচ্ছি।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :