গাইবান্ধা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৭, ১৭:৫০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

শহরের একনম্বর রেলগেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করে বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক আব্দুল লতিফ আকন্দ।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ- সাধারণ সম্পাদক রনজিৎ বকশী সূর্য্য, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাহাত মাহমুদ রনি ও শাহরিয়ার আহম্মেদ শাকিল, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ।

কর্মসূচিতে সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও যুগ্ম আহ্বায়কসহ ছাত্রলীগের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটির কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :