শেরপুরের ভোগাই নদীতে মাছ শিকারিদের ‘বাহৈত’ উৎসব

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৭, ১৮:১৮

মাছ শিকার উৎসবে নেমেছিল শেরপুরের নালিতাবাড়ীর দুই শতাধিক মাছ শিকারি। তবে তাদের কেউই পেশাদার শিকারি ছিলেন না। সকলেই শখের বশে মাছ শিকার করেন। এ যেন আনন্দভরা কোন মহোৎসব। স্থানীয় ভাষায় যাকে ‘বাহৈত’ বলা হয়ে থাকে।

সোমবার দুপুরে উপজেলার বুকচিরে বয়ে যাওয়া পাহাড়ি নদী ভোগাইয়ে এমনই উৎসবের আমেজ দেখা যায়।

স্থানীয় ইউপি সদস্য আবু সালেহ বলেন, প্রতিবছর হেমন্তে আশপাশ এলাকার বিভিন্ন নদী ও খাল-বিলে তারা একযোগে শখের বশে মাছ শিকারে নামেন। পাড়া-প্রতিবেশী সবাই মিলে খেয়া জাল, বিছানো জাল ও পলো জাল নিয়ে একযোগে হৈ-হুল্লোর করে মাছ শিকারে নামেন। এরই ধারাবাহিকতায় আজ মাছ শিকারে নামেন ভোগাই নদীতে। নদীর প্রায় দুই কিলোমিটার ভাটি এলাকা পর্যন্ত চলে মাছ শিকার। শিকার করা বেশিরভাগ মাছই ছিল বোয়াল। তিনি নিজেও দশ কেজি ওজনের একটি বোয়াল মাছ পেয়েছেন বলে জানান। এছাড়া কেউ কেউ আইড়সহ অন্যান্য মাছ পেয়েছেন। আবার অনেকেই খালি হাতেও ফিরে গেছেন।

এসময় ভোগাই নদীর তীরবর্তী এলাকায় উৎসুক মানুষের ভিড় পড়ে যায়। যুগ যুগ ধরে স্থানীয়রা এ উৎসব পালন করে আসছেন।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :