বাকৃবিতে একাডেমিক কাউন্সিলে সোনালী দলের সংখ্যাগরিষ্ঠতা

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৭, ১৮:২০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একাডেমিক কাউন্সিলের দুটি পদের নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল জয় লাভ করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবরের উপস্থিতিতে এ নির্বাচন হয়।

নির্বাচনে একাডেমিক কাউন্সিলের দুটি পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জানা গেছে, ফিন্যান্স কমিটির সদস্য হিসেবে ১৬৯ ভোট পেয়ে পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.এ.কে.এম ফজলুল হক ভুঁইয়া, আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বোর্ডের সদস্য হিসেবে ১৫৮ ভোট পেয়ে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান নির্বাচিত হন।

এতে বিশ্ববিদ্যালয়ের ২৮১ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এছাড়াও একাডেমিক কাউন্সিলের আলোচনায় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও পিএচডি কোর্স কারিকুলাম আধুনিকায়ন, ৩৬ শিক্ষার্থীকে পিএইচডি ডিগ্রি প্রদান, ইন্টার ডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটি (আইসিএফ) থেকে মাস্টার্স করা শিক্ষার্থীদের সনদপত্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ন্যায় দেয়াসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :