রাম রহিম ও হানিপ্রীত বিক্রি হলো ১১ হাজার রুপিতে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৭, ১৯:০৬

ভারতের মধ্য প্রদেশের মেলায় বিক্রি হয়ে গেল রাম রহিম ইনসান ও হানিপ্রীত। দুজনের দাম উঠল মোট ১১,০০০ রুপি! ভাবছেন কারাবন্দি রাম রহিম ও হানিপ্রীত কীভাবে মেলায় বিক্রি হতে পারে? হতে পারে। কারণ এই দুই আসলে গাধা।

মধ্য প্রদেশের উজ্জ্বয়িনীতে বসা মেলায় বিক্রি হলো রাম রহিম ও হানিপ্রীত নামের দুটি গাধা।

পাঁচ দিন ধরে চলা মধ্যপ্রদেশের শিপ্রা নদীর ধারে এই মেলায় পশু কেনা-বেচা হয়। মধ্যপ্রদেশ ছাড়াও রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র থেকে ব্যবসায়ীরা আসেন এখানে। গাধাদের 'ফ্যান্সি' নাম দেয়ার রীতি রয়েছে এই মেলায়। 'জিএসটি', 'সুলতান', 'বাহুবলী', 'জিও' নামের গাধা বিক্রি হয় এখানে। এবারে সেই মেলায় বিক্রি হল ধর্ষণের দায়ে জেলবন্দি গুরমিত রাম রহিম ইনসান ও তার পালিত কন্যা হানিপ্রীতের নামে দুটি গাধা। পঞ্চকুলায় হিংসা ছড়ানোর দায়ে বর্তমানে পুলিশ হেফাজতে হানিপ্রীতও। রাজস্থানের এক ব্যবসায়ী ১১,০০০ রুপিতে এদের কিনে নিয়ে যান।

গাধা দুটির বিক্রেতা হরিওম রাজপুত অবশ্য এই দামে খুশি নন। অন্তত ২০,০০০ টাকা দাম উঠবে বলে তিনি আশা করেছিলেন।

জোড়া গাধার এমন নাম দেয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি জানান, রাম রহিম ও হানিপ্রীত যে জঘন্য কাজ করেছে, নিজের মতো করে তাদের শাস্তি দিলেন তিনি।

সূত্র: এই সময়

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :