ফেনীতে বাস পোড়ানোর ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৭, ২০:৫৫

ফেনী শহরের মহিপালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহর অতিক্রমের সময় যাত্রী শূন্য বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় সোমবার রাতে জাহিদুল ইসলাম ফুয়াদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদে সোমবার রাত সাড়ে ৭টার দিকে এসএসকে সড়কের ওয়াপদা মাঠ সংলগ্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম ফুয়াদকে গ্রেপ্তার করা হয়।

তিনি বাস পোড়ানো মামলার এজাহারভুক্ত ১৩নং আসামি বলে পুলিশ জানিয়েছে।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুদ্বীপ রায় ঢাকাটাইমসকে এ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১ নভেম্বর ঢাকায় ফেরার পথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের পাশে মহিপালে যাত্রী শূন্য দুটি বাসে আগুন দেয়া হয়। ওই ঘটনার পরদিন সন্ধ্যায় এসআই নুরুল ইসলাম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে ৩৫-৪০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এমএ খালেক, জেলা কৃষকদলের সভাপতি আলমগীর চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, ছাত্রদলের সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন রয়েছেন। এ মামলায় সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ওরফে ভিপি দুলাল, ফেনী পৌরসভার সাবেক কমিশনার দেলোয়ার হোসেন বাবুল, ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, শুভপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমজাদ হোসেনসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :