চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৭, ০৮:০৩
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ট্রিটমেন্ট ক্লিনিক ভবনের অষ্টম তলায় অবস্থিত সিএসটিসিতে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মৃত ওই নবজাতকের বাবার নাম শাহেদ ফারুকী এবং মায়ের নাম তিশা ফারুকী। তারা চট্টগ্রামের রাউজান উপজেলার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে নগরীর কদমতলী এক নম্বর গলিতে অবস্থিত আলী আহম্মদ ভিলার চতুর্থ তলায় ভাড়ায় থাকেন বলে জানা গেছে।

সোমবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।

এ বিষয়ে কথা বলতে শিশুটির তত্ত্বাবধানকারী চিকিৎসক কৃষ্ণা আশ্চার্য্যের সঙ্গে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হয়ে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে কর্তৃপক্ষের একজন জানান, গত রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জন্ম নেয়া শিশুটির জন্মের পর থেকেই হৃদযন্ত্রের সমস্যা এবং শারীরিক অপরিপূর্ণতাসহ নানাবিধ সমস্যা ছিল। ডাক্তারদের আপ্রাণ চেষ্টার পরও শিশুটিকে বাঁচানো যায়নি।

তবে মৃত নবজাতকের পরিবারের মুখে শোনা গেল ভিন্ন কথা। তাদের দাবি, চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ প্রসঙ্গে নবজাতকের পিতা শাহেদ ফারুকী ঢাকাটাইমসকে বলেন, ‘ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য পুরোটাই মিথ্যা এবং ভিত্তিহীন।’ তাদের ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হওয়ায় তারা গা ঢাকা দিতে এমনটি বলেছে বলে দাবি পিতা শাহেদ ফারুকীর।

শাহেদ বলেন, গতকালও আমার শিশু সুস্থ ছিল। কিন্তু আজ হঠাৎ কীভাবে সে মারা গেল? ডাক্তাররা বলছে তার হার্টের সমস্যা ছিল। কিন্তু কাল জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তো তারা এ কথা বলেনি। তবে মৃত্যুর পর কেন এমনটা বলা হচ্ছে?

কথা বলার এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন পিতা শাহেদ ফারুকী। তিনি বলেন, ‘আমার শিশুটির মৃত্যুর খবরও তারা আমাদের থেকে গোপন করেছে। আমরা বাইরের লোকের কাছে শুনেছি। আমি এসব ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :