ফেনীতে পৌনে দুই লাখ মেট্রিকটন চাল উৎপাদনের আশা

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৭, ১০:০০

ফেনীতে এ বছর এক লাখ ৭১ হাজার ২১০ মেট্রিকটন চাল উৎপাদনের আশা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবারের আমন মৌসুমে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার তুলনায় এক হাজার ১১০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। তবে দফায় দফায় বৃষ্টিতে আবার সম্পূর্ণ ক্ষতি হয়েছে দুই হাজার ৫০৭ হেক্টর জমির আমন। ক্ষতি হলেও ফলন বাড়ার সম্ভাবনায় দারুণ খুশি কৃষকরা। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত অর্জনে সন্তুষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি আমন মৌসুমে কৃষি বিভাগ জেলাব্যাপী ৬৪ হাজার ১০৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। অথচ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন আবাদ হয়েছে ৬৫ হাজার ২১৫ হেক্টর জমিতে। এক্ষেত্রে দুটি উপজেলায় লক্ষ্যমাত্রার তুলনায় খানিকটা কম আবাদ হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে অন্য চারটি উপজেলা।

সদর উপজেলায় ১৬ হাজার ১২০ হেক্টর, সোনাগাজীতে ২০ হাজার ৬০০ হেক্টর, দাগনভূঞায় সাত হাজার ৭৩০ হেক্টর, ফুলগাজীতে ছয় হাজার ১০০ হেক্টর, ছাগলনাইয়ায় নয় হাজার ১৬০ হেক্টর ও পরশুরামে পাঁচ হাজার ৫০৫ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। ফলে চাষাবাদকৃত জমি থেকে এক লাখ ৭১ হাজার ২১০ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় সোয়া সাত কোটি টাকা বলে জানিয়েছেন উপ-পরিচালকের কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কান্তি সেন।

জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক ড. মো. খালেদ কামাল ঢাকাটাইমসকে বলেন, গত কয়েক বছর ফেনীতে উচ্চ ফলনশীল জাতের আমন আবাদ বেড়েছে। তাছাড়া কৃষি বিভাগ নিয়মিত কৃষকদের প্রশিক্ষণ, সভা-সমাবেশ ইত্যাদির মাধ্যমে সচেতন করার কাজ করছে। এছাড়া ফসলের সঠিক রক্ষণাবেক্ষণে মনোযোগী হয়েছে আর বর্তমানে ফসলের উপযুক্ত মূল্য পাওয়ায় আবাদে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা।

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :