সেন্সরের কাঁচি পড়েনি তৌকীরের ‘হালদা’য়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১২:৩৫ | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৭, ১২:৩২

তৌকীর আহমেদ নির্মিত ‘হালদা’ ছবিতে কোনো প্রকার কাঁচি চালাতে পারেনি বাংলাদেশ সেন্সর বোর্ড। কাটাকুটি ছাড়াই সোমবার আনকাট ছাড়পত্র পেয়েছে জীবন ও জীবিকা নির্ভর গল্পে নির্মিত ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন বোর্ডের সচিব জালাল উদ্দিন মুন্সি।

শুধু তাই নয়, ‘হালদা’ দেখে এর ভূয়শী প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। গত ২৫ অক্টোবর ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়ে। অন্যদিকে, গত রবিবার ইউটিটিউবে মুক্তি পায় ‘হালদা’র অফিসিয়াল ট্রেলার। ভালোই সাড়া ফেলেছে ট্রেলারটি। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবি।

সাম্প্রতিক অতীতে এমন গল্প নিয়ে কোনও বাংলা ছবি তৈরি হয়নি। তাই ‘হালদা’ অনেকটাই আলাদা। অন্তত ট্রেলারে এমন ইঙ্গিতই দিয়েছেন তৌকির। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে।

তৌকীর আহমেদ তার ‘হালদা’য় তুলে ধরেছেন বাংলার নদী পাড়ের মানুষের সংগ্রামী জীবন। প্রকৃতি ও মোড়লদের বিরুদ্ধে যুদ্ধ করে কীভাবে টিকে আছে জেলে সম্প্রদায়। প্রান্তিক অঞ্চলের মানুষের দুঃখ, আনন্দ, বেদনা সবই চিত্রায়ন করেছেন এই ছবিতে। শুধু তাই নয়, বাংলার প্রায় হারাতে বসা গৌরবজ্জ্বল ঐতিহ্যর ছোঁয়াও আছে ছবিতে।

এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, জাহিদ হাসান, রুনা খান, দিলার জামান, মোমেনা চৌধুরীর মতো অভিনেতারা। ‘হালদা’র সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

ঢাকাটাইমস/৭নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :